সন্ধ্যায় বিশেষ পূজা অভিষেক বিধি

সন্ধ্যায় বিশেষ পূজা অভিষেক বিধিঃ



  • সন্ধ্যায় স্নান করে শুদ্ধবস্ত্র পরিধান করে তিলক, আচমন করে যেখানে অভিষেক করবেন, একটি উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদলপদ্ম অঙ্কন করে তুলসীপত্র ও পুষ্প নিবেদন করবেন। 

সেই পাত্রে ভগবান শ্রীনৃসিংদেবের (লক্ষ্মী-নৃসিংহ অথবা প্রহ্লাদ নৃসিংহ) শ্রীবিগ্রহ বা চিত্রপট স্থাপন করতে হবে।

এর পূর্বে উচ্চারণ করবেনঃ

  1. ইদং আসনং শ্রীনরসিংহায় নমঃ (হস্তমুদ্র) 
  2. স্বাগতং সুস্বাগতং শ্রীনরসিংহায় নমঃ (স্বাগতমুদ্রা)
এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘন্টা বাজিয়ে ভগবানের পাদপ্রক্ষালন করবেন।
  • পাদ্যঃ (গঙ্গাজল, পুষ্প, তুলসীপত্র, দুর্বা, শ্যামা) (ইদং পাদ্যং (মূল মন্ত্র) শ্রীনরসিংহায় নমঃ)
  • অর্ঘ্যঃ (পুষ্প, যব, তিল, দুর্বা, আতপচাল, জল)
  • অর্ঘ্য মন্ত্র বলে, ইদম্ অর্ঘ্যং শ্রীনরসিংহায় নমঃ

(বিগ্রহের হাতে দিতে হয় যা তাঁর মস্তকে প্রদান করবেন)

অর্ঘ্য মন্ত্রঃ

নৃসিংহাচ্যুত দেবেশ লক্ষ্মীকান্ত জগৎপতে।
অনেনার্ঘ্যপ্রদানেন সফলাঃ স্যূর্মনোরথাঃ। 
ইদম্ অর্ঘ্যং শ্রীনরসিংহায় নমঃ।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি