সন্ধ্যায় বিশেষ পূজা অভিষেক বিধি
সন্ধ্যায় বিশেষ পূজা অভিষেক বিধিঃ
- সন্ধ্যায় স্নান করে শুদ্ধবস্ত্র পরিধান করে তিলক, আচমন করে যেখানে অভিষেক করবেন, একটি উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদলপদ্ম অঙ্কন করে তুলসীপত্র ও পুষ্প নিবেদন করবেন।
এর পূর্বে উচ্চারণ করবেনঃ
- ইদং আসনং শ্রীনরসিংহায় নমঃ (হস্তমুদ্র)
- স্বাগতং সুস্বাগতং শ্রীনরসিংহায় নমঃ (স্বাগতমুদ্রা)
এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘন্টা বাজিয়ে ভগবানের পাদপ্রক্ষালন করবেন।
- পাদ্যঃ (গঙ্গাজল, পুষ্প, তুলসীপত্র, দুর্বা, শ্যামা) (ইদং পাদ্যং (মূল মন্ত্র) শ্রীনরসিংহায় নমঃ)
- অর্ঘ্যঃ (পুষ্প, যব, তিল, দুর্বা, আতপচাল, জল)
- অর্ঘ্য মন্ত্র বলে, ইদম্ অর্ঘ্যং শ্রীনরসিংহায় নমঃ
(বিগ্রহের হাতে দিতে হয় যা তাঁর মস্তকে প্রদান করবেন)
অর্ঘ্য মন্ত্রঃ
নৃসিংহাচ্যুত দেবেশ লক্ষ্মীকান্ত জগৎপতে।
অনেনার্ঘ্যপ্রদানেন সফলাঃ স্যূর্মনোরথাঃ।
ইদম্ অর্ঘ্যং শ্রীনরসিংহায় নমঃ।