শ্রীগুরু বন্দনা

 শ্রীগুরু বন্দনা


শ্রীগুরুচরণপদ্ম

কেবল ভকতি সম্ম,

বন্দো মুঞি সাবধান মতে।

যাঁহার প্রসাদে ভাই,

এ ভব তরিয়া যাই,

কৃষ্ণ-প্রাপ্তি হয় যাঁহা হ'তে ।।

গুরু-মুখপদ্ম-বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, 

আর না করিহ মনে আশা।

শ্রীগুরু-চরণে রতি, 

এই সে উত্তম-গতি, 

যে প্রসাদে পুরে সর্ব আশা ।।

চক্ষু-দান দিল যেই, 

জন্মে জন্মে প্রভু সেই,

দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত।

প্রেম-ভক্তি যাঁহা হৈতে,

অবিদ্যা-বিনাশ যাতে,

বেদে গায় যাঁহার চরিত ।।

শ্রীগুরু করুণা-সিন্ধু,

অধম-জনার বন্ধু, 

লোকনাথ লোকের জীবন।

হা হা প্রভু কর দয়া

দেহ মোরে পদছায়া,

এবে যশ ঘুষুক ত্রিভুবন ।।

Popular posts from this blog

জয় রাধামাধব