শচীর নন্দন গোরা ও চাঁদ বয়ানে

 শ্রীগৌরতত্ব 


শচীর নন্দন গোরা ও চাঁদ বয়ানে। 

ধবলী শ্যামলী বলি ডাকে ঘনে ঘনে।। 

বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়। 

শিঙ্গার শবদ করি বদনে বাজায়।। 

নিতাই চাঁদের মুখে শৃঙ্গার নিশান। 

শুনিয়া ভকতগণ প্রেমে অগেয়ান।। 

ধাইল পণ্ডিত গৌরীদাস যার নাম। 

ভাইয়ারে ভাইয়ারে বলি ধায় অবিরাম।। 

দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমের আবেশ। 

শিরে চূড়া শিখি-পাখা নটবর বেশ।। 

চরণে নূপুর বাজে সর্বাঙ্গে চন্দন।

বংশীবদনে কহে চল গোবর্ধন।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি