জয় গোবিন্দ জয় গোপাল হিন্দি কীর্ত্তনজয় গোবিন্দ, জয় গোপাল, কেশব, মাধব, দীনদয়াল। শ্যামসুন্দর, কনহাইয়ালাল, গিরিবরধারী, নন্দদুলাল।। অচ্যুত, কেশব, শ্রীধর, মাধব, গোপাল, গোবিন্দ, হরি। যমুনা পুলিনমে বংশী বজাওয়ে, নটবর বেশধারী।।
শ্রীগুরু বন্দনা শ্রীগুরু বন্দনা শ্রীগুরুচরণপদ্ম কেবল ভকতি সম্ম, বন্দো মুঞি সাবধান মতে। যাঁহার প্রসাদে ভাই, এ ভব তরিয়া যাই, কৃষ্ণ-প্রাপ্তি হয় যাঁহা হ'তে ।। গুরু-মুখপদ্ম-বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। শ্রীগুরু-চরণে রতি, এই সে উত্তম-গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা ।। চক্ষু-দান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত। প্রেম-ভক্তি যাঁহা হৈতে, অবিদ্যা-বিনাশ যাতে, বেদে গায় যাঁহার চরিত ।। শ্রীগুরু করুণা-সিন্ধু, অধম-জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন। হা হা প্রভু কর দয়া দেহ মোরে পদছায়া, এবে যশ ঘুষুক ত্রিভুবন ।। Read more
প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ-যোগ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ। মামকাঃ পান্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়।।১।। অনুবাদঃ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন- হে সঞ্জয়! ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পান্ডুর পুত্রেরা তারপর কি করল? সঞ্জয় উবাচ দৃষ্ট্বা তু পাণ্ডবানীকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা। আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ।।২।। অনুবাদঃ সঞ্জয় বললেন-হে রাজন্! পান্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পশ্যৈতাং পান্ডুপুত্রাণামাচার্য মহতীং চমূম্ । ব্যূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা।।৩।। অনুবাদঃ হে আচার্য! পান্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বূহ্যের আকারে রচনা করেছেন। অত্র শূরা মহেষ্বাসা ভীমার্জুনসমা যুধি। যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ।।৪।। ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশিরাজশ্চ বীর্যবান্ । পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ।।৫।। যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান্ । সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথাঃ ।।৬।। ... Read more
শ্রীশ্রীগৌর-আরতি শ্রীশ্রীগৌর-আরতি জয় জয় গোরাচাঁদের আরতিকো শোভা। জাহ্নবী-তটবনে জগমনোলোভা ।। ১ ।। দক্ষিণে নিতাইচাঁদ, বামে গদাধর। নিকটে অদ্বৈত, শ্রীনিবাস ছত্রধর ।। ২ ।। বসিয়াছে গোরাচাঁদ রত্নসিংহাসনে। আরতি করেন ব্রহ্মা-আদি দেবগণে ।।৩।। নরহরি-আদি করি' চামর চুলায়। সঞ্জয়-মুকুন্দ-বাসুঘোষ-আদি গায় ।।৪ ।। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল। মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল ।। ৫ ।। বহুকোটি চন্দ্র জিনি' বদন উজ্জ্বল। গলদেশে বনমালা করে ঝলমল ।। ৬।। শিব-শুক-নারদ প্রেমে গদগদ। ভকতিবিনোদ দেখে গোরার সম্পদ।।৭ ।। Read more