সুন্দরলালা শচীদুলালা

হিন্দি কীর্ত্তন


সুন্দরলালা শচীদুলালা, 

নাচত শ্রীহরি কীর্ত্তন মে।

ভালে চন্দন তিলক মনোহর, 

অলকা শোভে কপোলন মে।। 

সুন্দরলালা শচীদুলালা, 

নাচত শ্রীহরি কীর্ত্তন মে। 

শিরে চূড়া দরশী বালে, 

বনফুলমালা হিয়াপর দোলে।। 

পহিরন পীত-পটাম্বর শোভে, 

(নূপুর) রুণু ঝুনু চরণো মে। 

সুন্দরলালা শচীদুলালা, 

নাচত শ্রীহরি কীর্ত্তন মে।। 

রাধাকৃষ্ণ এক তনু হ্যায়, 

নিধুবন মাঝে বনশী বাজায়। 

বিশ্বরূপ কি প্রভুজী সহী, 

আওত প্রকটহি নদীয়া মে।। 

সুন্দরলালা শচীদুলালা, 

নাচত শ্রীহরি কীর্ত্তন মে। 

কোই গাওত হ্যায়, রাধাকৃষ্ণ নাম, 

কোই গাওত হ্যায়, হরিগুণগান।। 

মৃদঙ্গতাল মধুর রসাল, 

কোই গাওত হ্যায় রঙ্গমে। 

সুন্দরলালা শচীদুলালা, 

নাচত শ্রীহরি কীর্ত্তন মে।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি