ভোগ আরতি

 ভোগ-আরতি 


ভজ ভকতবৎসল শ্রীগৌরহরি। 

শ্রীগৌরহরি সোহি গোষ্ঠবিহারী, 

নন্দ-যশোমতী-চিত্তহারি ৷৷ ১৷৷ 

বেলা হলো দামোদর, আইস এখন। 

ভোগ-মন্দিরে বসি' করহ ভোজন ৷৷ ২৷৷ 

নন্দের নির্দেশে বৈসে গিরিবরধারী। 

বলদেব-সহ সখা বৈসে সারি সারি ।। ৩।। 

শুকতা-শাকাদি ভাজি নালিতা কুষ্মাণ্ড। 

ডালি ডালনা দুগ্ধতুম্বী দধি মোচাখণ্ড ।।৪।।

মুদ্গবড়া মাষবড়া রোটিকা ঘৃতান্ন। 

শঙ্কুলী পিষ্টক ক্ষীর পুলী পায়সান্ন ।। ৫ ।। 

কপূর অমৃতকেলী রম্ভা ক্ষীরসার। 

অমৃত রসালা, অম্ল দ্বাদশ প্রকার ।। ৬৷৷ 

লুচি চিনি সরপুরী লাড্ডু রসাবলী। 

ভোজন করেন শ্রীকৃষ্ণ হ'য়ে কুতূহলী ।। ৭৷৷ 

রাধিকার পক্ক অন্ন বিবিধ ব্যঞ্জন। 

পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন ।।৮৷৷ 

ছলে-বলে লাড্ডু খায় শ্রীমধুমঙ্গল। 

বগল বাজায়, আর দেয় হরিবোল ।। ৯।। 

রাধিকাদি গণে হেরি' নয়নের কোণে। 

তৃপ্ত হ'য়ে খায় কৃষ্ণ যশোদা-ভবনে ।।১০৷৷

ভোজনান্তে পিয়ে কৃষ্ণ সুবাসিত বারি। 

সবে মুখ প্রক্ষালয় হ'য়ে সারি সারি ।। ১১৷৷ 

হস্ত-মুখ প্রক্ষালিয়া যত সখাগণে। 

আনন্দে বিশ্রাম করে বলদেব সনে ।। ১২৷৷ 

জম্বুল রসাল আনে তাম্বুল মসালা। 

তাহা খেয়ে কৃষ্ণচন্দ্র সুখে নিদ্রা গেলা ।। ১৩।

বিশালাক্ষ শিখি-পুচ্ছ চামর চুলায়। 

অপূর্ব শয্যায় কৃষ্ণ সুখে নিদ্রা যায় ।। ১৪ ৷৷ 

যশোমতী-আজ্ঞা পেয়ে ধনিষ্ঠা-আনীত। 

শ্রীকৃষ্ণপ্রসাদ রাধা ভুঞ্জে হ'য়ে প্রীত ৷৷ ১৫৷৷ 

ললিতাদি সখীগণ অবশেষ পায়। 

মনে মনে সুখে রাধা-কৃষ্ণগুণ গায় ।। ১৬।। 

হরি-লীলা একমাত্র যাঁহার প্রমোদ। 

ভোগারতি গায় সেই ভকতিবিনোদ ।। ১৭৷৷

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি