জয় জয় অদ্বৈত আচার্য্য দয়াময়
শ্রীঅদ্বৈতাচার্য
জয় জয় অদ্বৈত আচার্য্য দয়াময়।
যাঁ'র হুহুঙ্কারে গৌর-অবতার হয়।।
প্রেমদাতা সীতানাথ করুণা-সাগর।
যাঁ'র প্রেমরসে আইলা ব্রজের নাগর।।
যাহারে করুণা করি' কৃপা দিঠে চায়।
প্রেম-রসে সে-জন চৈতন্য-গুণ গায়।।
তাঁহার চরণে যেবা লইল শরণ।
সে-জন পাইলা গৌরপ্রেম-মহাধন।।
এমন দয়ার নিধি কেনে না ভজিলু।
লোচন বলে নিজ-মাথে বজর পাড়িলু।।