জয় জয় নবদ্বীপ মাঝ
অধিবাস-কীর্ত্তন
জয় জয় নবদ্বীপ মাঝ।
গৌরাঙ্গ-আদেশ পাঞা, ঠাকুর অদ্বৈত যাঞা,
করে খোল মঙ্গলের সাজ।।
আনিয়া বৈষ্ণব সব, হরিবোল কলরব,
সঙ্কীর্ত্তনের করে অধিবাস।
আপনি নিতাই ধন, দেই মালা-চন্দন,
করে প্রিয় বৈষ্ণব-সম্ভাষ।।
গোবিন্দ মৃদঙ্গ লইয়া, বাজায় তাতা থৈয়া থৈয়া,
করতালে অদ্বৈত চপল।
হরিদাস করে গান, শ্রীবাস ধরয়ে তান,
নাচে গোরা, কীর্ত্তন মঙ্গল।।
চৌদিকে বৈষ্ণবগণে, হরি বোলে ঘনে ঘনে,
কালি হবে কীৰ্ত্তন-মহোৎসব।
আজি খোল-মাঙ্গলি, রাখিয়ে আনন্দ করি',
বংশী বলে দেহ জয় রব।।