যশোমতি-নন্দন ব্রজবর-নাগর

যশোমতি-নন্দন ব্রজবর-নাগর


যশোমতি-নন্দন, ব্রজবর-নাগর, 

গোকুলরঞ্জন কান। 

গোপী-পরাণ-ধন, মদন-মনোহর, 

কালিয়দমন বিধান ৷৷ ১৷৷ 

অমল হরিনাম অমিয়-বিলাসা। 

বিপিন-পুরন্দর, নবীন নাগরবর, 

বংশীবদন সুবাসা ৷৷ ২৷৷ 

ব্রজজন-পালন, অসুরকুল-নাশন, 

নন্দ-গোধন-রাখ ওয়ালা। 

গোবিন্দ মাধব, নবনীত-তস্কর,

সুন্দর নন্দগোপালা ৷৷ ৩ ।।

যামুনতটচর, গোপী-বসনহর, 

রাস-রসিক, কৃপাময়। 

শ্রীরাধাবল্লভ, বৃন্দাবন নটবর, 

ভকতিবিনোদ আশ্রয় ।। ৪।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি