প্রভুপাদ চরণাশ্রয় শুদ্ধভক্তিভাবোদয়

 শ্রীল প্রভুপাদ বন্দনা 

(শ্রীমৎ জয়পতাকা স্বামী)

প্রভুপাদ চরণাশ্রয়, শুদ্ধভক্তিভাবোদয়, 

প্রণমামি শরণ লয়ে। 

ভক্তগোষ্ঠী যাঁহার দেহ, সর্বজীব আশ্রয় গেহ,

গৌরাঙ্গের পাশ আমারে নিজয়ে ।। 

কৃষ্ণকথামৃত-লেখক, গৌরতত্ত্ব জগৎ শিক্ষক, 

করি তোমার নিত্যসঙ্গের আশা। 

প্রভুপাদের পথ বাহিরে, কলিকালের মায়া ভাইরে,

উদ্ধার পাইবার নাহি কোন আশা।।

প্রচার অমৃত দিল যে, গুরুগৌরাঙ্গ প্রাণ সে, 

কীর্তন করিবে রাধাদাস। 

প্রভুপাদ দিব্য দৃষ্টি সংসার গৌর প্রেমবৃষ্টি 

হোক প্রভু তোমার আজ্ঞা চির দাস।। 

পাশ্চাত্যদেশ শূন্যবাদী, দুরাচারী মায়াবাদী, 

উদ্ধার পাইল তোমার দয়ায়। 

প্রভুপাদ দয়া কর, কৃষ্ণভক্ত এবার কর, 

তোমার দয়ায় অসম্ভব সম্ভব হয়রে।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি