নারদমুনি বাজায় বীণা
শ্রীনামাষ্টক
মঙ্গল বিভাষ-একতালা
নারদমুনি, বাজায় বীণা,
'রাধিকারমণ'-নামে।
নাম অমনি, উদিত হয়,
ভকত-গীতসামে ।।১ ।।
অমিয়-ধারা, বরিষে ঘন,
শ্রবণ যুগলে-গিয়া।
ভকতজন, সঘনে নাচে,
ভরিয়া আপন হিয়া।।২।।
মাধুরীপুর, আসব পশি',
মাতায় জগত-জনে।
কেহ বা কাঁদে, কেহ বা নাচে,
কেহ মাতে মনে মনে ।। ৩ ।।
পঞ্চবদন, নারদে ধরি',
প্রেমের সঘন রোল'।
কমলাসন, নাচিয়া বলে,
'বোল বোল হরি বোল' ।। ৪ ।।
সহস্রানন , পরমসুখে,
'হরি হরি' বলি' গায়।
নাম-প্রভাবে, মাতিল বিশ্ব,
নাম রস সবে পায় ।। ৫ ।।
শ্রীকৃষ্ণনাম, রসনে স্ফুরি',
পুরা'ল আমার আশ।
শ্রীরূপ-পদে যাচয়ে ইহা,
ভকতিবিনোদ দাস ।।৬ ।।