ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
রাধাকৃষ্ণ ভজন
ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে
নামে বুক ভরে যায়, অভাব মিটায়,
স্বভাব জাগায় মহাসুখে।।
হরি দীনবন্ধু, চিরদিন বন্ধু,
জীবের চির সুখে দুঃখে।
(তাই) ভজরে অন্ধ, চরণারবিন্দ
দুস্তর মায়া-বিপাকে।।
ভজ মূঢ়মতি, তব চিরসাথী,
যাঁহার করুণা লোকে লোকে।
তবে কেন পান্থ, এত তুমিভ্রান্ত,
কোথায় ছুটিছ দিকে দিকে?
(সেই) লীলাময় হরি, এসেছে নদীয়াপুরী
রাধার পিরীতি ল'য়ে বুকে।।