এ ঘোর-সংসারে পড়িয়া মানব
এ ঘোর-সংসারে পড়িয়া মানব
এ ঘোর-সংসারে পড়িয়া মানব
না পায় দুঃখের শেষ।
সাধু-সঙ্গ করি হরি ভজে যদি
তবে হয় অন্ত ক্লেশ ।।
সংসার অনলে জ্বলিছে হৃদয়
অনলে বাড়য়ে অনল।
অপরাধ ছাড়ি' কৃষ্ণনাম লয়
অনলে পড়য়ে জল ।।
নিতাই চৈতন্য চরণ কমলে
আশ্রয় লইল যেই।
কৃষ্ণদাস বলে জীবনে মরণে
আমার আশ্রয় সেই ।।