তুমি ত' দয়ার সিন্ধু, অধম জনার বন্ধু

শ্রীকৃষ্ণে বিজ্ঞপ্তি


তুমি ত' দয়ার সিন্ধু, অধম জনার বন্ধু,

মোরে প্রভু কর অবধান। 

পড়িনু অসৎ ভোলে, কাম-তিমিঙ্গিলে গিলে, 

ওহে নাথ কর পরিত্রাণ।। 

যাবৎ জনম মোর, অপরাধে হৈনু ভোর, 

নিষ্কপটে না ভজিনু তোমা। 

তথাপি যে তুমি গতি, না ছাড়িহ প্রাণপতি, 

মোর সম নাহিক অধমা। 

পতিত-পাবন নাম, ঘোষণা তোমার শ্যাম, 

উপেখিলে নাহি মোর গতি।

যদি হঙ অপরাধী, তথাপিহ তুমি গতি, 

সত্য সত্য যেন সতীর পতি।।

তুমি ত' পরম দেবা, নাহি মোরে উপেখিবা, 

শুন শুন প্রাণের ঈশ্বর।

যদি করি অপরাধ,তথাপিহ তুমি নাথ, 

সেবা দিয়া কর অনুচর।। 

কামে মোর হত চিত, নাহি শুনে নিজ হিত, 

মনের না ঘুচে দুর্ব্বাসনা। 

মোরে নাথ অঙ্গীকুরু, তুমি বাঞ্ছা-কল্পতরু, 

করুণা দেখুক সর্ব্বজনা।। 

মো-সম পতিত নাই, ত্রিভুবনে দেখ চাই, 

'নরোত্তম-পাবন' নাম ধর। 

ঘুষুক সংসারে নাম, পতিত উদ্ধার শ্যাম, 

নিজদাস কর গিরিধর।।

নরোত্তম বড় দুঃখী, নাথ মোরে কর সুখী,

তোমার ভজন-সঙ্কীর্ত্তনে। 

অন্তরায় নাহি যায়, এই সে পরম-ভয়,

নিবেদন করি অনুক্ষণে।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি