জনম সফল তা'র কৃষ্ণ দরশন যা'র

শ্রীকৃষ্ণ-রূপ-বর্ণনা 


জনম সফল তা'র কৃষ্ণ দরশন যা'র

ভাগ্যে হইয়াছে একবার।

বিকশিয়া হৃন্নয়ন' করি' কৃষ্ণ দরশন, 

ছাড়ে জীব চিত্তের বিকার ।। ১।। 

বৃন্দাবন-কেলিচতুর বনমালী। 

ত্রিভঙ্গ-ভঙ্গিমরূপ, বংশীধারী অপরূপ, 

রসময়নিধি, গুণশালী ৷ ২৷৷ 

বর্ণ নব জলধর, শিরে শিখিপিচ্ছবর, 

অলকা তিলক শোভা পায়। 

পরিধানে পীতবাস, বদনে মধুর হাস, 

হেন রূপ জগত মাতায় ।। ৩।। 

ইন্দ্রনীল জিনি, কৃষ্ণরূপখানি, 

হেরিয়া কদম্বমূলে। 

মন উচাটন, না চলে চরণ, 

সংসার গেলাম ভুলে ।।৪।। 

(সখি হে) সুধাময়, সে রূপমাধুরী। 

দেখিলে নয়ন, হয় অচেতন, 

ঝরে প্রেমময়বারি ।।৫॥ 

কিবা চূড়া শিরে, কিবা বংশী করে, 

কিবা সে ত্রিভঙ্গ-ঠাম। 

চরণকমলে অমিয়া উছলে 

তাহাতে নূপুর দাম ৷৷৬৷৷ 

সদা আশা করি, ভৃঙ্গরূপ ধরি' 

চরণ কমলে স্থান। 

অনায়াসে পাই, কৃষ্ণগুণ গাই, 

আর না ভজিব আন ॥৭॥

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি