কে গো তুমি কাঙ্গাল-বেশে দেশ-বিদেশে ঘুরে বেড়াও

কে গো তুমি কাঙ্গাল-বেশে 


কে গো তুমি কাঙ্গাল-বেশে 

দেশ-বিদেশে ঘুরে বেড়াও। 

অতি বড় ব্যথার ব্যথি 

(তাই) নয়ন-জলে বক্ষঃ ভাসাও ।। 

অধম পতিত আচণ্ডালে 

স্নেহের কোলে লওগো তুলে, 

দিব্য-প্রেমের আঁখি খুলে 

ভব-বাঞ্ছিত পদ দেখায়ে দাও ।। 

এমন দয়াল কে গো তুমি 

বিলালে প্রেম-চিন্তামণি, 

ধর লও ব'লে প্রেমের খনি 

আচণ্ডালে বিলায়ে দাও ।। 

আচণ্ডালে প্রেম বিলালে, 

ত্রিতাপ-জ্বালা জুড়াইলে, 

(মায়া)-মুগ্ধ-জীবের ভবক্ষুধা 

চিরতরে মিটিয়ে দাও ।। 

যমুনার কূলে কদম্বের মূলে 

বাজাতে বাঁশী রাধা ব'লে। 

সেই না তুমি গৌর হয়ে 

নদে' এসে জীব তরাও ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি