কে গো তুমি কাঙ্গাল-বেশে দেশ-বিদেশে ঘুরে বেড়াও
কে গো তুমি কাঙ্গাল-বেশে
কে গো তুমি কাঙ্গাল-বেশে
দেশ-বিদেশে ঘুরে বেড়াও।
অতি বড় ব্যথার ব্যথি
(তাই) নয়ন-জলে বক্ষঃ ভাসাও ।।
অধম পতিত আচণ্ডালে
স্নেহের কোলে লওগো তুলে,
দিব্য-প্রেমের আঁখি খুলে
ভব-বাঞ্ছিত পদ দেখায়ে দাও ।।
এমন দয়াল কে গো তুমি
বিলালে প্রেম-চিন্তামণি,
ধর লও ব'লে প্রেমের খনি
আচণ্ডালে বিলায়ে দাও ।।
আচণ্ডালে প্রেম বিলালে,
ত্রিতাপ-জ্বালা জুড়াইলে,
(মায়া)-মুগ্ধ-জীবের ভবক্ষুধা
চিরতরে মিটিয়ে দাও ।।
যমুনার কূলে কদম্বের মূলে
বাজাতে বাঁশী রাধা ব'লে।
সেই না তুমি গৌর হয়ে
নদে' এসে জীব তরাও ।।