যার মুখে ভাই, হরি কথা নাই তার কাছে তুমি যেও না
যার মুখে ভাই, হরি কথা নাই
যার মুখে ভাই, হরি কথা নাই
তার কাছে তুমি যেও না।
যা'র মুখ দেখি' ভুলে যাবে হরি
তাঁ'র মুখপানে চেও না ।।
ক'দিন রহিবে ভবমাঝে আর
অবিলম্বে কর যাহা করিবার।
পরের কথায় কিবা আসে যায়?
মিছে দাগা তুমি পেও না ।।
কে তোমাকে কবে কী কথা কহিবে
সে কথা ভাবিলে আর কি চলিবে।
বিপদে সম্পদে রাখিবে যে পদে
তাঁ'র পদ কেন ভাব' না ।।
(কেবল) হরিকথা কও, হরিগুণ গাও
হরিনাম-রসে সদা মত্ত হও।
হরিনাম-গীতি গাও নিতি নিতি
অন্য কোন গীতি গেও না ।।