আমার জীবন সদা পাপে রত
আমার জীবন সদা পাপে রত
আমার জীবন, সদা পাপে রত,
নাহিক পুণ্যের লেশ।'
পরেরে উদ্বেগ, দিয়াছি যে কত,
দিয়াছি জীবেরে ক্লেশ ১৷৷
নিজ সুখ লাগি', পাপে নাহি ডরি,
দয়াহীন স্বার্থপর।
পর-সুখে দুঃখী,সদা মিথ্যাভাষী,
পর-দুঃখ সুখকর ।।২৷৷
অশেষ কামনা, হাদি মাঝে মোর,
ক্রোধী দম্ভপরায়ণ ।
মদমত্ত সদা, বিষয়ে মোহিত,
হিংসাগর্ব বিভূষণ ।। ৩৷৷
নিদ্রালস্য হত, সুকার্যে বিরত,
অকার্যে উদ্যোগী আমি।
প্রতিষ্ঠা লাগিয়া, শাঠ্য আচরণ,
লোভহত সদা কামী ।।৪।।
এ হেন দুর্জন, সজ্জন-বর্জিত,
অপরাধী নিরন্তর।
শুভকার্যশূন্য, সদানর্থমনা,
নানা দুঃখে জর জর ।। ৫।
বার্ধক্যে এখন, উপায়বিহীন,
তা'তে দীন অকিঞ্চন।
ভকতিবিনোদ, প্রভুর চরণে,
করে দুঃখ নিবেদন ।। ৬৷৷