হরি ব'লব আর মদনমোহন হেরিব গো
হরি ব'লব আর মদনমোহন হেরিব গো
হরি ব'লব আর মদনমোহন হেরিব গো।
এইরূপেতে ব্রজের পথে চলিব গো ।।
যা'ব গো ব্রজেন্দ্রপুর, হ'ব গোপী-পায়ের নূপুর।
নূপুর হ'য়ে রুনুঝুনু বাজিব গো।
রাধাকৃষ্ণের রূপমাধুরী দেখিব দু'নয়ন ভরি',
নিকুঞ্জের দ্বারের দ্বারী রহিব গো।
বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা
তাঁ'দের চরণের ধূলা মাখিব গো ।।
ব্রজবাসী তোমরা সবে, এ অভিলাষ পুরাও এবে
আর কবে কৃষ্ণের বাঁশী শুনিব গো ।।
এ দেহ অন্তিমকালে, রাখব শ্রীযমুনার জলে,
জয় রাধে গোবিন্দ ব'লে ভাসিব গো ।।