এ মন! কি লাগি আইলি ভবে
প্রার্থনা
এ মন! কি লাগি আইলি ভবে।
এমন জনমে, 'হরি' না ভজিলি
সে তুই মানুষ কবে ।।
মানুষ-আকার, হইলে কি হয়,
করহ ভূতের কাম।
নহিলে বদনে, কেন 'না বলহ,
'শ্রীকৃষ্ণ-"গোবিন্দ' নাম ।।
পাখীরে যে নাম, লওয়াইলে লয়,
শারী শুক আদি কত।
তুমি যে ইহাতে, আলস্য করহ,
এ হয় কেমন মত ।।
দিবস-রজনী, আবোল-তাবোল,
পচাল পাড়িতে পার।
তাহার ভিতরে, কখন কেন কি,
'গোবিন্দ' বলিতে নার ।।
ভজিব বলিয়ে, কহিয়া আইলি,
ভুলিলি কি সুখ পাইয়ে।
বুঝিনু আবার, শমন-নগরে,
নরকে মজিবি যাইয়ে ।।
বদন ভরিয়া, 'হরি' বল যদি,
ক্ষতি না হইবে তায়।
কহে প্রেমানন্দ, তবে যে নিতান্ত,
এড়াবে কৃতান্ত-দায় ।।