গোপীনাথ ঘোচাও সংসার জ্বালা
গোপীনাথ ঘোচাও সংসার জ্বালা
গোপীনাথ ঘোচাও সংসার জ্বালা।
অবিদ্যা-যাতনা, আর নাহি সহে,
জনম-মরণ-মালা ৷৷১ ।।
গোপীনাথ, আমি ত' কামের দাস।
বিষয়-বাসনা, জাগিছে হৃদয়ে,
ফাঁদিছে করম ফাঁস ৷৷ ২৷৷
গোপীনাথ, কবে বা জাগিব আমি।
কামরূপ অরি, দূরে তেয়াগিব,
হৃদয়ে স্ফরিবে তুমি ।।৩৷৷
গোপীনাথ আমি ত' তোমার জন।
তোমারে ছাড়িয়া, সংসার ভজিনু,
ভুলিয়া আপন-ধন ।॥৪॥
গোপীনাথ, তুমি ত সকলি জান।
আপনার জনে, দণ্ডিয়া এখন,
শ্রীচরণে দেহ স্থান ।। ৫।
গোপীনাথ, এই কি বিচার তব ।
বিমুখ দেখিয়া, ছাড় নিজ-জনে
না কর' করুণা-লব ৷৷৬৷৷
গোপীনাথ, আমি ত' মুরখ অতি।
কিসে ভাল হয়, কভু না বুঝিনু,
তাই হেন মম গতি ।। ৭ ৷৷
গোপীনাথ, তুমি ত' পন্ডিতবর।
মূঢ়ের মঙ্গল, তুমি অন্বেষিবে,
এ দাসে না ভাব' পর ।।৮৷৷