ভজহুঁরে মন, শ্রীনন্দনন্দন

ভজহুঁরে মন, শ্রীনন্দনন্দন


ভজহুঁরে মন, শ্রীনন্দনন্দন, 

অভয় চরণারবিন্দরে।

দুর্লভ মানব, জনম সৎসঙ্গে 

তরহ এ-ভবসিন্ধু রে ।।

শীত আতপ, বাত-বরিষণ,

এ দিন যামিনী জাগি রে।

বিফলে সেবিনু, কৃপণ দুরজন, 

চপল সুখ লব লাগি' রে ।। 

এ ধন যৌবন, পুত্র-পরিজন, 

ইথে কি আছে পরতীতি রে। 

কমলদলজল, জীবন টলমল, 

ভজহুঁ হরিপদ নিতি রে ।। 

শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, 

পাদসেবন, দাস্য রে। 

পূজন, সখীজন, আত্মনিবেদন, 

গোবিন্দদাস-অভিলাষ রে ।। 

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি