ওরে মন, ভাল নাহি লাগে এ সংসার

নির্বেদ-লক্ষণ উপলব্ধি 


ওরে মন, ভাল নাহি লাগে এ সংসার। 

জনম-মরণ-জরা, যে সংসারে আছে ভরা, 

তাহে কিবা আছে বল' সার ।। ১ ।। 

ধন-জন-পরিবার, কেহ নহে কভু কা'র, 

কালে মিত্র, অকালে অপর। 

যাহা রাখিবারে চাই, তাহা নাহি থাকে ভাই, 

অনিত্য সমস্ত বিনশ্বর ।। ২।। 

আয়ু অতি অল্পদিন, ক্রমে তাহা হয় ক্ষীণ, 

শমনের নিকট দর্শন। 

রোগ-শোক অনিবার, চিত্ত ক'রে ছারখার, 

বান্ধব-বিয়োগ দুর্ঘটন ।। ৩।।

ভাল ক'রে দেখ ভাই, অমিশ্র আনন্দ নাই, 

যে আছে, সে দুঃখের কারণ। 

সে সুখের তরে তবে, কেন মায়া-দাস হ'বে, 

হারাইবে পরমার্থ ধন ।। ৪। 

ইতিহাস-আলোচনে, ভেবে' দেখ নিজ মনে, 

কত আসুরিক দুরাশয়। 

ইন্দ্রিয়তর্পণ সার, করি' কত দুরাচার, 

শেষে লভে মরণ নিশ্চয় ॥৫॥

মরণ-সময় তা'রা, উপায় হইয়া হারা, 

অনুতাপ-অনলে জ্বলিল। 

কুকুরাদি পশুপ্রায়, জীবন কাটায় হায়, 

পরমার্থ কভু না চিন্তিল ।।৬ ৷৷ 

এমন বিষয়ে মন, কেন থাক অচেতন, 

ছাড় ছাড় বিষয়ের আশা। 

শ্রীগুরু-চরণাশ্রয়, কর' সবে ভব জয়, 

এ দাসের সেই ত' ভরসা ।। ৭ ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি