গোপীনাথ আমার উপায় নাই
গোপীনাথ আমার উপায় নাই
গোপীনাথ আমার উপায় নাই।
তুমি কৃপা করি', আমারে লইলে,
সংসারে উদ্ধার পাই ৷৷১ ।।
গোপীনাথ, পড়েছি মায়ার ফেরে।
ধন, দারা, সুত, ঘিরেছে আমারে,
কামেতে রেখেছে জেরে ।। ২।।
গোপীনাথ, মন যে পাগল মোর।
না মানে শাসন, সদা অচেতন,
বিষয়ে র'য়েছে ঘোর ।। ৩।।
গোপীনাথ, হার যে মেনেছি আমি।
অনেক যতন, হইল বিফল,
এখন ভরসা তুমি ।। ৪।
গোপীনাথ, কেমনে হইবে গতি।
প্রবল ইন্দ্রিয়, বশীভূত মন,
না ছাড়ে বিষয়-রতি ॥৫॥
গোপীনাথ, হৃদয়ে বসিয়া মোর।
মনকে শমিয়া, লহ নিজ পানে,
ঘুচিবে বিপদ ঘোর ।। ৬৷৷
গোপীনাথ, অনাথ দেখিয়া মোরে।
তুমি হহৃষিকেশ, হৃষীক দমিয়া,
তার' হে সংস্কৃতি-ঘোরে ।। ৭ ।।
গোপীনাথ, গলায় লেগেছে ফাঁস।
কৃপা-অসি ধরি, বন্ধন ছেদিয়া
বিনোদে করহ দাস ।।৮৷৷