রাধাকৃষ্ণ প্রাণ মোর যুগলকিশোর

সখীবৃন্দে বিজ্ঞপ্তি 


রাধাকৃষ্ণ প্রাণ মোর যুগলকিশোর। 

জীবনে মরণে গতি আর নাহি মোর ।।

কালিন্দীর কূলে কেলি-কদম্বের বন।

রতন বেদির উপর বসাব দু'জন ।। 

শ্যামগৌরী-অঙ্গে দিব (চুয়া) চন্দনের গন্ধ। 

চামর ঢুলাব কবে, হেরিব মুখচন্দ্র ।। 

গাঁথিয়া মালতীর মালা দিব দোঁহার গলে। 

অধরে তুলিয়া দিব কপূর-তাম্বুলে।। 

ললিতা-বিশাখা-আদি যত সখীবৃন্দ। 

আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ।। 

শ্রীকৃষ্ণচৈতন্য প্রভুর দাসের অনুদাস। 

সেবা অভিলাষ করে নরোত্তম দাস ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি