শ্রীকৃষ্ণবিরহে, রাধিকার দশা
শ্রীকৃষ্ণবিরহে, রাধিকার দশা
শ্রীকৃষ্ণবিরহে, রাধিকার দশা, আমি ত' সহিতে নারি।
যুগল-মিলন, সুখের কারণ, জীবন ছাড়িতে পারি।।
রাধিকা-চরণ, ত্যজিয়া আমার, ক্ষণেকে প্রলয় হয়।
রাধিকার তরে, শতবার মরি, সে-দুঃখ আমার সয়।।
এ হেন রাধার, চরণ-যুগলে, পরিচর্য্যা পা'ব কবে।
হা হা ব্রজ-জন, মোরে দয়া করি', কবে ব্রজবনে ল'বে।।
বিলাসমঞ্জরী, অনঙ্গমঞ্জরী, শ্রীরূপমঞ্জরী আর।
আমাকে তুলিয়া, লহ নিজপদে, দেহ মোর সিদ্ধি-সার।।
(শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর)