শুদ্ধভকত- চরণরেণু ভজন-অনুকল

 বৈষ্ণব বন্দনা 


শুদ্ধভকত- চরণরেণু

ভজন-অনুকল।

ভকত-সেবা, পরম-সিদ্ধি,

প্রেমলতিকার মূল ॥১৷৷ 

মাধব-তিথি ভক্তি-জননী,

যতনে পালন করি।

কৃষ্ণবসতি, বসতি বলি'

পরম আদরে বরি ॥২॥

গৌর আমার যে সব স্থানে,

করিল ভ্রমণ রঙ্গে। 

সে-সব স্থান, হেরিব আমি, 

প্রণয়ি-ভকত-সঙ্গে ।।৩৷৷

মৃদঙ্গবাদ্য শুনিতে মন, 

অবসর সদা যাচে। 

গৌর-বিহিত, কীর্তন শুনি, 

আনন্দে হৃদয় নাচে ।।৪।। 

যুগলমূর্তি দেখিয়া মোর, 

পরম-আনন্দ হয়। 

প্রসাদ সেবা করিতে হয়, 

সকল প্রপঞ্চ জয় ।।৫।।

যে দিন গৃহে,  ভজন দেখি, 

গৃহেতে গোলোক ভায়। 

চরণ-সীধু দেখিয়া গঙ্গা, 

সুখ না সীমা পায় । ৬৷৷ 

তুলসী দেখি', জুড়ায় প্রাণ, 

মাধব তোষণী জানি। 

গৌর প্রিয় শাক-সেবনে, 

জীবন সার্থক মানি ।। ৭ ॥ 

ভকতিবিনোদ, কৃষ্ণভজনে, 

অনুকূল পায় যাহা। 

প্রতি দিবসে, পরম সুখে',

 স্বীকার করয়ে তাহা ।। ৮।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি