'রাধাকৃষ্ণ' বল্ বল্ বল্ রে সবাই
'রাধাকৃষ্ণ' বল্ বল্ বল্ রে সবাই
'রাধাকৃষ্ণ' বল্ বল্ বল্ রে সবাই।
(এই) শিক্ষা দিয়া, সব নদীয়া,
ফিরছে নেচে গৌর-নিতাই।
(মিছে) মায়ার বশে, যাচ্ছ ভেসে',
খাচ্ছ হাবুডুবু, ভাই ।। ১৷৷
( জীব) কৃষ্ণদাস, এ বিশ্বাস
করলে ত' আর দুঃখ নাই।
('কৃষ্ণ') বলবে যবে, পুলক হ'বে,
ঝরবে আঁখি, বলি তাই ৷৷ ২৷৷
(রাধা) কৃষ্ণ' বল, সঙ্গে চল,
এইমাত্র ভিক্ষা চাই।
(যায়) সকল বিপদ, ভক্তিবিনোদ,
বলেন, যখন ও-নাম গাই ॥৩॥