এ মন! 'হরিনাম' কর সার

এ মন! 'হরিনাম' কর সার


এ মন! 'হরিনাম' কর সার।

এ ভব-সাগর,হবে বালি-চর,

হাঁটিয়া হইবি পার ।।

ধরম করম, এ জপ, এ তপ,

জ্ঞান-যোগ-যাগ-ধ্যান।

নহি নহি নহি কলিতে কেবল,

উপায় 'গোবিন্দ' নাম ।।

ভুকতি-মুকতি যে গতি সে গতি,

তাহে না করিহ রতি

মেঘের ছায়ায়, জুড়ান যেমন,

কহনা সে কোন্ গতি।।

বদন ভরিয়া, 'হরি হরি' বল,

এমন সুলভ কবে।

ভারত-ভূমেতে, মানুষ-জনম 

আর কি এমন হবে ।।

যতেক পুরাণ-প্রমার,

নামের সমান নাই।

নামে রতি হৈলে, প্রেমের উদয়, 

প্রেমেতে হরিকে পাই ।। 

শ্রবণ কীর্তন, কর অনুক্ষণ,

অসত পচাল ছাড়ি।

কহে প্রেমানন্দ, মানুষ জনম,

সফল কর না ভাড়ি।।  

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি