এ মন! 'হরিনাম' কর সার
এ মন! 'হরিনাম' কর সার
এ মন! 'হরিনাম' কর সার।
এ ভব-সাগর,হবে বালি-চর,
হাঁটিয়া হইবি পার ।।
ধরম করম, এ জপ, এ তপ,
জ্ঞান-যোগ-যাগ-ধ্যান।
নহি নহি নহি কলিতে কেবল,
উপায় 'গোবিন্দ' নাম ।।
ভুকতি-মুকতি যে গতি সে গতি,
তাহে না করিহ রতি
মেঘের ছায়ায়, জুড়ান যেমন,
কহনা সে কোন্ গতি।।
বদন ভরিয়া, 'হরি হরি' বল,
এমন সুলভ কবে।
ভারত-ভূমেতে, মানুষ-জনম
আর কি এমন হবে ।।
যতেক পুরাণ-প্রমার,
নামের সমান নাই।
নামে রতি হৈলে, প্রেমের উদয়,
প্রেমেতে হরিকে পাই ।।
শ্রবণ কীর্তন, কর অনুক্ষণ,
অসত পচাল ছাড়ি।
কহে প্রেমানন্দ, মানুষ জনম,
সফল কর না ভাড়ি।।