গোপীনাথ, মম নিবেদন শুন

গোপীনাথ, মম নিবেদন শুন


গোপীনাথ, মম নিবেদন শুন। 

বিষয়ী দুর্জন, সদা কামরত, 

কিছু নাহি মোর গুণ ।। ১১। 

গোপীনাথ, আমার ভরসা তুমি। 

তোমার চরণে, লইনু শরণ, 

তোমার কিঙ্কর আমি ।। ২। 

গোপীনাথ কেমনে শোধিবে মোরে। 

না জানি ভকতি, কর্মে জড়মতি, 

পড়েছি সংসার-ঘোরে ।। ৩।। 

গোপীনাথ, সকলি তোমার মায়া। 

নাহি মম বল, জ্ঞান সুনির্মল, 

স্বাধীন নহে এ কায়া ।।৪।। 

গোপীনাথ, নিয়ত চরণে স্থান। 

মাগে এ পামর, কাঁদিয়া কাঁদিয়া 

করহে করুণা দান ।। ৫।। 

গোপীনাথ, তুমি ত' সকলি পার। 

দুর্জনে তারিতে, তোমার শকতি 

কে আছে পাপীর আর ।।৬।।  

গোপীনাথ, তুমি কৃপা-পারাবার। 

জীবের কারণে, আসিয়া প্রপঞ্চে, 

লীলা কৈলে সুবিস্তার ।।৭। 

গোপীনাথ, আমি কি দোষে দোষী। 

অসুর সকল, পাইল চরণ,

বিনোদ থাকিল বসি' ॥৮॥ 

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি