রাধিকা চরণ-রেণু, ভূষণ করিয়া তনু
রাধিকা চরণ-রেণু, ভূষণ করিয়া তনু
রাধিকা চরণ-রেণু, ভূষণ করিয়া তনু,
অনায়াসে পাবে গিরিধারী।
রাধিকা-চরণাশ্রয় যে করে সে মহাশয়,
তাঁ'রে মুঞি যাঁও বলিহারি।।
জয় জয় 'রাধা' নাম, বৃন্দাবন যাঁ'র ধাম,
কৃষ্ণসুখ-বিলাসের নিধি।
হেন রাধা-গুণ-গান, না শুনিল মোর কাণ,
বঞ্চিত করিল মোরে বিধি।।
তাঁ'র ভক্ত-সঙ্গে সদা, রসলীলা প্রেমকথা,
যেন করে সে পায় ঘনশ্যাম।
ইহাতে বিমুখ যেই, তা'র কভু সিদ্ধি নাই,
নাহি যেন শুনি তা'র নাম।।
কৃষ্ণনাম-গানে ভাই, রাধিকা-চরণ পাই,
রাধানাম-গানে কৃষ্ণচন্দ্র।
সংক্ষেপে কহিনু কথা, ঘুচাও মনের ব্যথা,
দুঃখময় অন্য কথা-দ্বন্দ্ব।।
(শ্রীল নরোত্তম ঠাকুর)