গায় গোরা মধুর স্বরে

গায় গোরা মধুর স্বরে


গায় গোরা মধুর স্বরে। 

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥১॥ 

গৃহে থাক, বনে থাক, সদা 'হরি' বলে ডাক, 

সুখে-দুঃখে ভুল না'ক, 

বদনে হরিনাম কর রে ॥২॥ 

মায়াজালে, বদ্ধ হ'য়ে, আছ মিছে কাজ ল'য়ে 

এখনও চেতন পেয়ে,

 'রাধা-মাধব' নাম বল রে ।। ৩।। 

জীবন হইল শেষ, না ভজিলে হৃষিকেশ, 

ভক্তিবিনোদোপদেশ, 

একবার নামরসে মাত রে ।। ৪॥

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি