নদীয়া-গোক্রমে নিত্যানন্দ মহাজন
শ্রীনগর-কীর্তন
(আজ্ঞাটহল)
নদীয়া-গোক্রমে নিত্যানন্দ মহাজন।
পাতিয়াছে নামহট্ট জীবের কারণ ।। ১।।
(শ্রদ্ধাবান্ জন হে, শ্রদ্ধাবান্জন)
প্রভুর আজ্ঞায়, ভাই মাগি এই ভিক্ষা।
বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ-শিক্ষা ।। ২ ।।
অপরাধশূন্য হ'য়ে লহ কৃষ্ণ নাম।
কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন-প্রাণ ।। ৩ ।।
কৃষ্ণের সংসার কর ছাড়ি' অনাচার।
জীবে দয়া, কৃষ্ণনাম-সর্বধর্ম সার ।। ৪।।