যে আনিল প্রেমধন করুণা প্রচুর

 সপার্ষদ ভগবদ্বিরহ জনিত বিলাপঃ 


যে আনিল প্রেমধন করুণা প্রচুর। 

হেন প্রভু কোথা গেলা আচার্য্য ঠাকুর ।। 

কাঁহা মোর স্বরূপ-রূপ, কাঁহা সনাতন? 

কাঁহা দাস রঘুনাথ পতিত পাবন?

কাঁহা মোর ভট্টযুগ, কাঁহা কবিরাজ? 

এককালে কোথা গেলা গোরা নটরাজ? 

পাষাণে কুটিব মাথা, অনলে পশিব। 

গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব? 

সে সব সঙ্গীর সঙ্গে যে কৈল বিলাস। 

সে সঙ্গ না পাঞ্যা কান্দে নরোত্তম দাস।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি