হরি হে দয়াল মোর জয় রাধানাথ

শ্রীকৃষ্ণ কৃপা প্রার্থনা 


হরি হে দয়াল মোর জয় রাধানাথ। 

বার বার এই বার লহ নিজ সাথ ।। 

বহু যোনি ভ্রমি' নাথ, লইনু শরণ। 

নিজ গুণে কৃপা কর অধমতারণ ।। 

জগতকারণ তুমি জগতজীবন। 

তোমা ছাড়া কা'র নহি হে রাধারমণ ।। 

ভুবনমঙ্গল তুমি ভুবনের পতি। 

তুমি উপেক্ষিলে নাথ, কি হইবে গতি ।। 

ভাবিয়া দেখিনু এই জগত-মাঝারে। 

তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে !!

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি