রাধে জয় জয় মাধ্ব-দয়িতে

শ্রীশ্রীরাধিকা-স্তুতি

রাধে জয় জয় মাধ্ব-দয়িতে। 

গোকুলতরুণীমন্ডল-মহিতে ।। ১ ।। 

দামোদর-রতিবর্দ্ধন-বেশে। 

হরি-নিস্কুট-বৃন্দাবিপিনেশে ।।২।। 

বৃষভানুদধি-নবশশিলেখে। 

ললিতাসখি গুণরমিতবিশাখে ।।৩ ।। 

করুণাং কুরু ময়ি কুরুণা-ভরিতে। 

সনক-সনাতন-বর্ণিত-চরিতে ।।৪ ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি