অনাদি করম-ফলে পড়ি' ভবার্ণব-জলে

শ্রীশিক্ষাষ্টক 


অনাদি করম-ফলে পড়ি' ভবার্ণব-জলে

তরিবারে না দেখি উপায়।

এ বিষয়-হলাহলে, দিবানিশি হিয়া জ্বলে,

মন কভু সুখ নাহি পায় ॥১৷৷

আশা-পাশ-শত-শত ক্লেশ দেয় অবিরত,

প্রবৃত্তি উর্মির তাহে খেলা।

কাম ক্রোধ আদি ছয়, বাটপাড়ে দেয় ভয়,

অবসান হৈল আসি' বেলা ৷৷২৷৷

জ্ঞান-কর্ম-ঠগ দুই, মোরে প্রতারিয়া লই,

অবশেষে ফেলে সিন্ধুজলে।

এ হেন সময়ে বন্ধু, তুমি কৃষ্ণ কৃপাসিন্ধু,

কৃপাকরি তোল মোরে বলে ।। ৩৷৷

পতিত কিঙ্করে ধরি', পাদপদ্ম ধূলি করি'

দেহ ভক্তিবিনোদ আশ্রয়।

আমি তব নিত্যদাস, ভুলিয়া মায়ার পাশ,

বদ্ধ হ'য়ে আছি দয়াময় ।। 8 ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি