জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন

সঙ্কীর্তন


জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন।

শ্রীগোবিন্দ গোপীনাথ মদনমোহন ।।

শ্যামকুণ্ড রাধাকুণ্ডগিরি-গোবর্ধন।

কালিন্দী যমুনা জয় জয় মহাবন ।।

কেশীঘাট বংশীবট দ্বাদশ কানন।

যাঁহা সব লীলা কৈল শ্রীনন্দনন্দন ।।

শ্রীনন্দযশোদা জয়, জয় গোপগণ।

শ্রীদামাদি জয়, জয় ধেনুবৎসগণ ।।

জয় বৃষভানু, জয় কীর্তিদা সুন্দরী।

জয় পৌর্ণমাসী, জয় আভীর নাগরী ।।

জয় জয় গোপীশ্বর বৃন্দাবন-মাঝ।

জয় জয় কৃষ্ণসখা বটু দ্বিজরাজ ।।

জয় রামঘাট, জয় রোহিণীনন্দন।

জয় জয় বৃন্দাবনবাসী যত জন ।।

জয় দ্বিজপত্নী, জয় নাগকন্যাগণ।

ভক্তিতে যাঁহারা পাইল গোবিন্দচরণ ।।

শ্রীরাসমন্ডল জয়, জয় রাধাশ্যাম।

জয় জয় রাসলীলা সর্ব মনোরম ।।

জয় জয়োজ্জ্বল রস সর্বরস-সার।

পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার ।।

শ্রীজাহ্নবাপাদপদ্ম করিয়া স্মরণ।

দীন কৃষ্ণদাস কহে নাম-সংকীর্তন ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি