বৃষভানুসুতা, চরণ-সেবনে, হইব যে পাল্যদাসী
শ্রীরাধা-নিষ্ঠা
বৃষভানুসুতা, চরণ-সেবনে, হইব যে পাল্যদাসী।
শ্রীরাধার সুখ, সতত সাধনে, রহিব আমি প্রয়াসী।।
শ্রীরাধার সুখে, কৃষ্ণের যে সুখ, জানিব মনেতে আমি।
রাধাপদ ছাড়ি', শ্রীকৃষ্ণ-সঙ্গমে, কভু না হইব কামী।।
সখীগণ মম, পরম সুহৃৎ, যুগল-প্রেমের গুরু।
তদনুগা হয়ে, সেবিব রাধার, চরণ-কল্পতরু।।
রাধাপক্ষ ছাড়ি', যে-জন সে-জন, যেভাবে সেভাবে থাকে।
আমি ত' রাধিকা-, পক্ষপাতী সদা, কভুনাহি হেরি তাঁ'কে।।
(শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর)