দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে
নির্বেদ-লক্ষণ-উপলব্ধি
দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে।
কৃষ্ণ না ভজিনু, দুঃখ কহিব কাহারে? ॥১৷৷
'সংসার' 'সংসার', ক'রে মিছে গেল কাল।
লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল ॥২॥
কিসের সংসার এই ছায়াবাজী প্রায়।
ইহাতে মমতা করি' বৃথা দিন যায় ।।৩।।
এ দেহ পতন হ'লে কি র'বে আমার?।
কেহ সুখ নাহি দিবে পুত্র-পরিবার ।।৪।।
গর্দভের মত আমি করি পরিশ্রম।
কা'র লাগি' এত করি, না ঘুচিল ভ্রম ।। ৫।।
দিন যায় মিছা কাজে, নিশা নিদ্রা-বশে।
নাহি ভাবি-মরণ নিকটে আছে ব'সে ॥৬৷৷
ভাল মন্দ খাই, হেরি, পরি, চিন্তাহীন।
নাহি ভাবি, এ দেহ ছাড়িব কোন্ দিন ।।৭৷৷
দেহ-গেহ-কলত্রাদি-চিন্তা অবিরত।
জাগিছে হৃদয়ে মোর বুদ্ধি করি' হত ।।৮।।
হায়, হায়। নাহি ভাবি-অনিত্য এই সব।
জীবনে বিগতে কোথা রহিবে বৈভব? ॥৯৷৷
শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে।
বিহঙ্গ-পতঙ্গ তায় বিহার করিবে ।। ১০।।
কুকুর শৃগাল সব আনন্দিত হ'য়ে।
মহোৎসব করিবে আমার দেহ ল'য়ে ।১১৷৷
যে দেহের এই গতি, তা'র অনুগত।
সংসার-বৈভব আর বন্ধুজন যত।।১২৷৷
অতএব মায়া-মোহ ছাড়ি' বুদ্ধিমান।
নিত্যতত্ত্ব কৃষ্ণভক্তি করুন সন্ধান ।। ১৩৷৷