শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু জীবে দয়া করি'

শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু জীবে দয়া করি'


শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু জীবে দয়া করি' 

স্বপার্ষদ স্বীয় ধাম সহ অবতরি' ।। ১ ।। 

অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান ।। 

শিখায় শরণাগতি ভকতের প্রাণ ।। ২ ।। 

দৈন্য, আত্মনিবেদন, গোস্তৃত্বে বরণ। 

অবশ্য রক্ষিবে 'কৃষ্ণ'-বিশ্বাস, পালন ।। ৩।। 

ভক্তি-অনুকূলমাত্র কার্যের স্বীকার। 

ভক্তি-প্রতিকূল-ভাব বর্জনাঙ্গীকার ।।৪।। 

ষড়ঙ্গ শরণাগতি হইবে যাঁহার। 

তাঁহার প্রার্থনা শুনে শ্রীনন্দকুমার ।।৫ ।। 

রূপ সনাতন-পদে দন্তে তৃণ করি'। 

ভকতিবিনোদ পড়ে দুহুঁ পদ ধরি' ।।৬ ।। 

কাঁদিয়া কাঁদিয়া ব'লে "আমি ত' অধম। 

শিখায়ে শরণাগতি কর হে উত্তম" ।। ৭ ।।


Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি