তুমি ত' মারিবে যা'রে, কেতা'রে রাখিতে পারে
তুমি ত' মারিবে যা'রে, কেতা'রে রাখিতে পারে
তুমি ত' মারিবে যা'রে, কেতা'রে রাখিতে পারে,
তব ইচ্ছা-বশ ত্রিভুবন।
ব্রহ্মা-আদি দেবগণ, তব দাস অগণন,
করে তব আজ্ঞার পালন।।
তব ইচ্ছামতে যত, গ্রহগণ অবিরত,
শুভাশুভ ফল করে দান।
রোগ-শোক-মৃতি-ভয়, তব ইচ্ছামতে হয়,
তব আজ্ঞা সদা বলবান্।।
তব ভয়ে বায়ু বয়, চন্দ্র-সূর্য্য সমুদয়,
স্ব-স্ব নিয়মিত কার্য্য করে।
তুমি ত' পরমেশ্বর, পরব্রহ্ম পরাৎপর,
তব বাস ভকত-অন্তরে।।
সদা-শুদ্ধ সিদ্ধকাম, 'ভকতবৎসল'-নাম,
ভকত-জনের নিত্যস্বামী।
তুমি ত' রাখিবে যা'রে, কে তা'রে মারিতে পারে,
সকল বিধির বিধি তুমি।।
তোমার চরণে নাথ! করিয়াছি প্রণিপাত,
ভকতিবিনোদ তব দাস।
বিপদ হইতে স্বামী! অবশ্য তাহারে তুমি,
রক্ষিবে,- তাহার এ বিশ্বাস।