ভুলিয়া তোমারে সংসারে আসিয়া

ভুলিয়া তোমারে সংসারে আসিয়া


ভুলিয়া তোমারে, সংসারে আসিয়া, 

পেয়ে নানাবিধ ব্যথা। 

তোমার চরণে, আসিয়াছি আমি, 

বলিব দুঃখের কথা ।।১৷৷ 

জননী-জঠরে, ছিলাম যখন,

বিষম বন্ধন পাশে। 

দেখা দিয়া মোরে, একবার প্রভু! 

বঞ্চিলে এ দীন দাসে ॥২৷৷

তখন ভাবিনু, জনম পাইয়া, 

করিব ভজন তব।

জমন হইল, পড়ি' মায়া-জালে, 

না হইল জ্ঞান লব ।। ৩৷৷

আদরের ছেলে, স্বজনের কোলে, 

হাসিয়া কাটানু কাল। 

জনক-জননী- স্নেহেতে ভুলিয়া 

সংসার লাগিল ভাল ।।৪ ।। 

ক্রমে দিন দিন, বালক হইয়া, 

খেলিনু বালক-সহ। 

আর কিছু দিনে, জ্ঞান উপজিল, 

পাঠ পড়ি অহরহঃ ।।৫৷৷ 

বিদ্যার গৌরবে, ভ্রমি' দেশে দেশে, 

ধন উপার্জন করি। 

স্বজন পালন, করি একমনে, 

ভুলিনু তোমারে, হরি ।।৬ ।। 

বার্ধক্যে এখন, ভকতি বিনোদ, 

কাঁদিয়া কাতর অতি। 

না ভজিয়া তোরে, দিন বৃথা গেল, 

এখন কি হবে গতি ।।৭৷৷

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি