আত্মনিবেদন, তুয়া পদে করি'

আত্মনিবেদন, তুয়া পদে করি


আত্মনিবেদন, তুয়া পদে করি',

হইনু পরম সুখী।

দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল 

চৌদিকে আনন্দ দেখি ॥১৷৷ 

অশোক অভয়, অমৃত-আধার,

তোমার চরণদ্বয়।

তাহাতে এখন, বিশ্রাম লভিয়া, 

ছাড়িনু ভবের ভয় ।।২৷৷ 

তোমার সংসারে, করিব সেবন, 

নহিব ফলের ভাগী। 

তব সুখ যাহে, করিব যতন,

হ'য়ে পদে অনুরাগী ।।৩ ।।

 তোমার সেবায়, দুঃখ হয় যত, 

সেও ত' পরম সুখ। 

সেবা-সুখ-দুঃখ, পরম সম্পদ, 

নাশয়ে অবিদ্যা-দুঃখ ।।৪৷৷ 

পূর্ব ইতিহাস, ভুলিনু সকল, 

সেবা-সুখ পে'য়ে মনে।

 আমি ত' তোমার তুমি ত' আমার, 

কি কাজ অপর ধনে ।।৫৷৷ 

ভকতিবিনোদ আনন্দে ডুবিয়া

তোমার সেবার তরে। 

'সব চেষ্টা করে, তব ইচ্ছা-মত

থাকিয়া তোমার ঘরে ।।৬৷৷ 






Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

জয় রাধামাধব