কবে হ'বে বল সে-দিন আমার

বিজ্ঞপ্তি


কবে হ'বে বল সে-দিন আমার।

(আমার) অপরাধ ঘুচি', শুদ্ধ নামে রুচি,

কৃপা-বলে হ'বে হৃদয়ে সঞ্চার ।।১

তৃণাধিক হীন, কবে নিজে মানি',

সহিষ্ণুতা-গুণ হৃদয়েতে আনি'।

সকলে মানদ, আপনি অমানী,

হ'য়ে আস্বাদিব নাম-রস-সার ।।২

ধন জন আর, কবিতা সুন্দরী

বলিব না চাহি দেহ সুখকরী।

জন্মে-জন্মে দাও, ওহে গৌরহরি!

অহৈতুকী ভক্তি চরণে তোমার ।।৩

(কবে) করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ,

পুলকিত দেহ গল্পদ বচন।

বৈব্য-বেপথু, হ'বে সংঘটন,

নিরন্তর নেত্রে ববে অশ্রুধার ।।৪

কবে নবদ্বীপে, সুরধুনী-তটে,

গৌর-নিত্যানন্দ বলি' নিষ্কপটে।

নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে,

বাতুলের প্রায় ছাড়িয়া বিচার ।।

কবে নিত্যানন্দ, মোরে করি' দয়া,

ছাড়াইবে মোর বিষয়ের মায়া।

দিয়া মোরে নিজ-চরণের ছায়া,

নামের হাটেতে দিবে অধিকার ।।৬ 

কিনিব, লুটিব হরি-নাম-রস 

নাম-রসে মাতি' হইব বিবশ। 

রসের রসিক- চরণ পরশ,

করিয়া মজিব রসে অনিবার ।।৭ 

কবে জীবে দয়া, হইবে উদয়,

নিজ-সুখ ভুলি' সুদীন-হৃদয়।

ভকতিবিনোদ, করিয়া বিনয়,

শ্রীআজ্ঞা-টহল করিবে প্রচার ।।৮


Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি