তুমি সর্বেশ্বরেশ্বর, ব্রজেন্দ্রকুমার

শরণা গতি 



তুমি সর্বেশ্বরেশ্বর, ব্রজেন্দ্রকুমার। 

তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার ।।১৷৷ 

তব ইচ্ছামত ব্রহ্মা করেন সৃজন। 

তব ইচ্ছামত বিষ্ণু করেন পালন ।।২।। 

তব ইচ্ছামতে শিব করেন সংহার। 

তব ইচ্ছামতে মায়া সৃজে কারাগার ।।৩।। 

তব ইচ্ছামতে জীবের জনম-মরণ। 

সমৃদ্ধি-নিপাত দুঃখ সুখ-সংঘটন ।।৪৷৷ 

মিছে মায়াবদ্ধ জীব আশাপাশে ফিরে'। 

তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে ।। ৫ ।। 

তুমি ত' রক্ষক আর পালক আমার। 

তোমার চরণ বিনা আশা নাহি আর ।।৬৷৷ 

নিজ-বল-চেষ্টা-প্রতি ভরসা ছাড়িয়া। 

তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া ।।৭৷৷ 

ভকতিবিনোদ অতি দীন অকিঞ্চন। 

তোমার ইচ্ছায় তা'র জীবন মরণ ।। ৮।।


Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

জয় রাধামাধব