মদনমোহন তনু গৌরাঙ্গসুন্দর

শ্রীগৌরাঙ্গের রূপ বর্ণন


মদনমোহন তনু গৌরাঙ্গসুন্দর।

ললাটে তিলকশোভা ঊর্ধ্বে মনোহর।। 

ত্রিকচ্ছ বসন শোভে কুটিল কুন্তল। 

আয়ত নয়ন দুই পরম চঞ্চল।

শুক্লযজ্ঞসূত শোভে বেড়িয়া শরীরে। 

সূক্ষ্মরূপে অনন্ত যে হেন কলেবরে।। 

অধরে তাম্বুল হাসে অধর চাপিয়া। 

যাঙ বৃন্দাবনদাস সে রূপ নিছিয়া।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি