হরি হরি! বিফলে জনম গোঙাইনু

হরি হরি! বিফলে জনম গোঙাইনু


হরি হরি! বিফলে জনম গোঙাইনু।

মনুষ্য জনম পাইয়া, রাধা কৃষ্ণ না ভজিয়া,

জানিয়া শুনিয়া বিষ খাইনু ।।

গোলকের প্রেমধন, হরিনাম সঙ্কীর্তন

রতি না জন্মিল কেনে তায়।

সংসার-বিষানলে, দিবানিশি হিয়া জ্বলে,

জুড়াইতে না কৈনু উপায় ।।

ব্রজেন্দ্রনন্দন যেই, শচীসুত হৈল সেই,

বলরাম হইল নিতাই।

দীনহীন যত ছিল, হরিনামে উদ্ধারিল,

তার সাক্ষী জগাই-মাধাই ।।৩

হা হা প্রভু নন্দসুত, বৃষভানুসুতাযুত

করুণা করহ এইবার।

নরোত্তমদাস কয়, না ঠেলিহ রাঙ্গা পায়,

তোমা বিনা কে আছে আমার ।।


Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি