এমন দুর্মতি, সংসার-ভিতরে
শ্রীগৌর-তত্ত্ব
(প্রভু হে!)
এমন দুর্মতি, সংসার-ভিতরে,
পড়িয়া আছিনু আমি।
তব নিজ-জন, কোন মহাজনে,
পাঠাইয়া দিলে তুমি ৷৷১
দয়া করি মোরে, পতিত দেখিয়া,
কহিল আমারে গিয়া।
ওহে দীনজন, শুন ভাল কথা,
উল্লসিত হ'বে হিয়া ।।২
তোমারে তারিতে, শ্রীকৃষ্ণচৈতন্য,
নবদ্বীপে অবতার।
তোমা হেন কত, দীন হীন জনে,
করিলেন ভবপার ।।৩
বেদের প্রতিজ্ঞা, রাখিবার তরে,
রুক্সবর্ণ বিপ্রসূত।
মহাপ্রভু নামে, নদীয়া মাতায়,
সঙ্গে ভাই অবধূত ।।৪
নন্দসুত যিনি, চৈতন্য গোঁসাঞী
নিজ-নাম করি' দান।
তারিল জগৎ তুমিও যাইয়া
লহ নিজ পরিত্রাণ ।।৫
সে কথা শুনিয়া, আসিয়াছি, নাথ
তোমার চরণতলে।
ভকতিবিনোদ, কাঁদিয়া কাঁদিয়া,
আপন-কাহিনী বলে ।।