ব্রজেন্দ্রনন্দন, ভজে যেই জন
শ্রীকৃষ্ণে প্রার্থনা
ব্রজেন্দ্রনন্দন, ভজে যেই জন,
সফল জীবন তার।
তাহার উপমা, বেদে নাহি সীমা,
ত্রিভুবনে নাহি আর ।।
এমন মাধব, না ভজে মানব,
কখন মরিয়া যাবে।
সেই সে অধমে, প্রহারিবে যমে,
রৌরবে ক্রিমিতে খাবে ।।
তারপর আর, পাপী নাহি ছার,
সংসার জগত মাঝে।
কোন কালে তার, গতি নাহি আর,
মিছাই ভ্রমিছে কাজে ।।
লোচন দাস, ভকতি আশ,
হরিগুণ কহি লেখি।
হেন রসসার, মতি নাহি যার,
তার মুখ নাহি দেখি ।।